রূপসায় সড়ক দূর্ঘটনায় ট্রাক মালিক নিহত

রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ব্রীজ সন্নিকটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের মালিক বেল্লাল হোসেন নিহত হয়েছেন। পুলিশ আজ মঙ্গলবার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ জানায় গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাক(যশোর-ট-১১-৫৬৩৫) শ্রীফলতলা এলাকায় পণ্য আনলোড করে আলাইপুর ব্রীজ এলাকা দিয়ে কাজদিয়ার দিকে আসছিলো। এমন সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ সংলগ্ন আলাইপুর বাজারে এলাকায় বৈদ্যুতিক খুঁটির উপর সজোরে আঘাত করে। ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার নিরাপদ অবস্থায় ট্রাক থেকে নামলেও মালিক নিহত হন। জানা গেছে নিহত বেল্লাল হোসেন যশোরের মনিরামপুর উপজেলার খড়দোডাঙ্গা গ্রামের মৃত সোবহান গাজীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে এসিআই কোম্পানির পণ্য বিভিন্ন স্থানে আনা নেওয়া করতেন। নিহত বেল্লাল হোসেনের চাচাত ভাই মাসুদ রানা জানান নিহত বেল্লাল হোসেনের ১৫ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে রূপসা থানা অফিসারইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে এবং এ ঘটনায় মামলাদারের প্রস্তুতি চলছে ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: