রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ব্রীজ সন্নিকটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের মালিক বেল্লাল হোসেন নিহত হয়েছেন। পুলিশ আজ মঙ্গলবার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ জানায় গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাক(যশোর-ট-১১-৫৬৩৫) শ্রীফলতলা এলাকায় পণ্য আনলোড করে আলাইপুর ব্রীজ এলাকা দিয়ে কাজদিয়ার দিকে আসছিলো। এমন সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ সংলগ্ন আলাইপুর বাজারে এলাকায় বৈদ্যুতিক খুঁটির উপর সজোরে আঘাত করে। ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার নিরাপদ অবস্থায় ট্রাক থেকে নামলেও মালিক নিহত হন। জানা গেছে নিহত বেল্লাল হোসেন যশোরের মনিরামপুর উপজেলার খড়দোডাঙ্গা গ্রামের মৃত সোবহান গাজীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে এসিআই কোম্পানির পণ্য বিভিন্ন স্থানে আনা নেওয়া করতেন। নিহত বেল্লাল হোসেনের চাচাত ভাই মাসুদ রানা জানান নিহত বেল্লাল হোসেনের ১৫ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে রূপসা থানা অফিসারইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে এবং এ ঘটনায় মামলাদারের প্রস্তুতি চলছে ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260