মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫
রূপসায় গাঁজা বিক্রেতার এক বছরের কারাদণ্ড
21 November, 2024 2:58:39
নিজস্ব প্রতিনিধি ঃ
রূপসা থানার কিসমত খুলনা ক্যাম্প পুলিশের এস আই শফিকুল ইসলাম এক অভিযানে এমদাদ কাজী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ইমদাদ নৈহাটি ইউনিয়নের রামনগর মুজিবরের মোড় এলাকার মৃত কাজী হারুন অর রশিদ এর ছেলে।
পুলিশ জানায়, ২১ নভেম্বর সন্ধ্যায় নিয়মিত অভিযানে বের হয় কিসমত খুলনা ক্যাম্প পুলিশ। শ্রীরামপুর পশ্চিম পাড়া বটতলা মোড় এলাকায় পৌছালে ইমদাদ নামে এক যুবককে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।
এ সময় তার পকেট থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্বার করা হয়।
গ্রেফতারের পর সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম চক্রবর্তী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা প্রদান করেন।
সর্বশেষ
মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক : চন্দন ভট্টাচার্য্য
মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা।
bangonews@gmail.com/01911567809
Developed by bd it support
