
নিজস্ব প্রতিনিধি ঃ
রূপসা থানার কিসমত খুলনা ক্যাম্প পুলিশের এস আই শফিকুল ইসলাম এক অভিযানে এমদাদ কাজী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ইমদাদ নৈহাটি ইউনিয়নের রামনগর মুজিবরের মোড় এলাকার মৃত কাজী হারুন অর রশিদ এর ছেলে।
পুলিশ জানায়, ২১ নভেম্বর সন্ধ্যায় নিয়মিত অভিযানে বের হয় কিসমত খুলনা ক্যাম্প পুলিশ। শ্রীরামপুর পশ্চিম পাড়া বটতলা মোড় এলাকায় পৌছালে ইমদাদ নামে এক যুবককে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।
এ সময় তার পকেট থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্বার করা হয়।
গ্রেফতারের পর সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম চক্রবর্তী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260