রূপসায় গাঁজা বিক্রেতার এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি ঃ
রূপসা থানার কিসমত খুলনা ক্যাম্প পুলিশের এস আই শফিকুল ইসলাম এক অভিযানে এমদাদ কাজী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ইমদাদ নৈহাটি ইউনিয়নের রামনগর মুজিবরের মোড় এলাকার মৃত কাজী হারুন অর রশিদ এর ছেলে।
পুলিশ জানায়, ২১ নভেম্বর সন্ধ্যায় নিয়মিত অভিযানে বের হয় কিসমত খুলনা ক্যাম্প পুলিশ। শ্রীরামপুর পশ্চিম পাড়া বটতলা মোড় এলাকায় পৌছালে ইমদাদ নামে এক যুবককে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।
এ সময় তার পকেট থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্বার করা হয়।
গ্রেফতারের পর সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম চক্রবর্তী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা প্রদান করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: