রূপসা উপজেলা নির্বাহী অফিসারের রূপসার বিভিন্ন মন্দির পরিদর্শন
রূপসা প্রতিনিধিঃ
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে রূপসা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি আজ ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার, পিঠাভোগ পালপাড়া, পিঠাভোগ কালী বাড়ি সার্বজনীন পূজা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুর ইসলাম নাবির, নির্বাহি ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত, রূপসা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মনিরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) বিপুল গাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন, পিঠাভোগ কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র কুশারী, আলাইপুর বাজার মন্দির কমিটির সভাপতি শ্যামল দাস, অশোক কুমার কর্মকার, বাসুদেব পাল, উপজেলা আনসার বিডিপির মহিলা প্লাটুন কমান্ডার জেসমিন আক্তার, প্রভাষ কুমার পাল, শ্রীকান্ত পাল, গৌতম শীল, তাপস কুমার পাল প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: