
রূপসা প্রতিনিধিঃ
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে রূপসা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি আজ ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার, পিঠাভোগ পালপাড়া, পিঠাভোগ কালী বাড়ি সার্বজনীন পূজা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুর ইসলাম নাবির, নির্বাহি ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত, রূপসা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মনিরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) বিপুল গাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন, পিঠাভোগ কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র কুশারী, আলাইপুর বাজার মন্দির কমিটির সভাপতি শ্যামল দাস, অশোক কুমার কর্মকার, বাসুদেব পাল, উপজেলা আনসার বিডিপির মহিলা প্লাটুন কমান্ডার জেসমিন আক্তার, প্রভাষ কুমার পাল, শ্রীকান্ত পাল, গৌতম শীল, তাপস কুমার পাল প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260