রূপসায় ৩০ টি অবৈধ কাঠ কয়লার চুল্লী ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর | বঙ্গ নিউজ

রূপসায় ৩০ টি অবৈধ কাঠ কয়লার চুল্লী ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর

19 February 2025, 4:12:25

বঙ্গ ডেস্ক:

রূপসা  উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে  উপজেলার ইলাইপুর , মমিনবাগ এবং চর শ্রীরামপুর এলাকার তিনটি স্থানে পরিবেশের জন্য বিপদজনক ৩০ (ত্রিশ) অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরি চুল্লী ভেংগে গুড়িয়ে দেওয়া হয়।

জব্দকৃত কাঠ ও কয়লা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি  পরিচালনা  করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং উপজেলা প্রশাসন, রূপসা, খুলনার  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  অপ্রতিম কুমার চক্রবর্ত্তী।জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: