বঙ্গ ডেস্ক:
রূপসা উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ইলাইপুর , মমিনবাগ এবং চর শ্রীরামপুর এলাকার তিনটি স্থানে পরিবেশের জন্য বিপদজনক ৩০ (ত্রিশ) অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরি চুল্লী ভেংগে গুড়িয়ে দেওয়া হয়।
জব্দকৃত কাঠ ও কয়লা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং উপজেলা প্রশাসন, রূপসা, খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তী।জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260