শনিবার ২৫ অক্টোবর, ২০২৫

রূপসায় ডোবা থেকে যুবক রেজাউলের লাশ উদ্ধার

19 October, 2025 1:29:03

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনার পূর্ব রূপসায় সরকারি ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারজ) পেছনে ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিম ও তার ছেলে রেজাউল ইসলাম দুই জনে ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তার পিতা ছোট রেজাল্টকে দোকানে রেখে বাড়ি চলে যান। রেজাল্ট ওই রাতে আর বাড়ি যায়নি। পরের দিন অনেক খোঁজা-খু্ঁজির পর রেজাউলের সন্ধান মেলেনি। বোরবার স্থানীয়রা রেজাইলের মরদেহ ডোবায় ভাসতে দেখে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সংবাদ পেয়ে উৎসুক জনতা এসে ভিড় জমাতে থাকে।
রূপসা থানার এসআই মোঃ ইমরান হোসেন ও রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু-আইসি (এএসআই) তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support