রূপসায় ডোবা থেকে যুবক রেজাউলের লাশ উদ্ধার | বঙ্গ নিউজ

রূপসায় ডোবা থেকে যুবক রেজাউলের লাশ উদ্ধার

19 October 2025, 1:29:03

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনার পূর্ব রূপসায় সরকারি ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারজ) পেছনে ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিম ও তার ছেলে রেজাউল ইসলাম দুই জনে ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তার পিতা ছোট রেজাল্টকে দোকানে রেখে বাড়ি চলে যান। রেজাল্ট ওই রাতে আর বাড়ি যায়নি। পরের দিন অনেক খোঁজা-খু্ঁজির পর রেজাউলের সন্ধান মেলেনি। বোরবার স্থানীয়রা রেজাইলের মরদেহ ডোবায় ভাসতে দেখে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সংবাদ পেয়ে উৎসুক জনতা এসে ভিড় জমাতে থাকে।
রূপসা থানার এসআই মোঃ ইমরান হোসেন ও রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু-আইসি (এএসআই) তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: