শনিবার ২৫ অক্টোবর, ২০২৫

রূপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

23 July, 2025 10:11:07

রূপসা প্রতিনিধি :

খুলনার রূপসা উপজেলায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ৫নং ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নিপুন দাশ (৪১), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিপেন মহলী (৪১), জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিত মহান্ত (৩০)।
পুলিশ জানায়, গত ২১ জুলাই সন্ধ্যায় গ্রেফতারকৃতরা ওই এলাকার পথচারীদের অস্ত্র দেখিয়ে মারধর করেছে। স্থানীয়দের মাধ্যমে এমন পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি অনুসন্ধান করে ঘটনার সত্যতা পান। মঙ্গলবার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের ডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকট থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা ও চাকু জব্দ করা হয়। পুলিশ হেফাজতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করে। আসামী নিপুনের দেওয়া তথ্যর ভিত্তিতে একই গ্রামের নরনিয়া বিলে অবস্থিত আসামী নিপুনের মৎস্য ঘেরের পূর্ব উত্তর কোনায় টিনের তৈরি বাসার মধ্যে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

রাতে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support