রূপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

রূপসা প্রতিনিধি :
খুলনার রূপসা উপজেলায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ৫নং ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নিপুন দাশ (৪১), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিপেন মহলী (৪১), জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিত মহান্ত (৩০)।
পুলিশ জানায়, গত ২১ জুলাই সন্ধ্যায় গ্রেফতারকৃতরা ওই এলাকার পথচারীদের অস্ত্র দেখিয়ে মারধর করেছে। স্থানীয়দের মাধ্যমে এমন পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি অনুসন্ধান করে ঘটনার সত্যতা পান। মঙ্গলবার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের ডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকট থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা ও চাকু জব্দ করা হয়। পুলিশ হেফাজতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করে। আসামী নিপুনের দেওয়া তথ্যর ভিত্তিতে একই গ্রামের নরনিয়া বিলে অবস্থিত আসামী নিপুনের মৎস্য ঘেরের পূর্ব উত্তর কোনায় টিনের তৈরি বাসার মধ্যে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
রাতে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: