মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মুসল্লিদের কাছে পুলিশ সুপারের বার্তা | বঙ্গ নিউজ

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মুসল্লিদের কাছে পুলিশ সুপারের বার্তা

6 December 2024, 5:11:22

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:
মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার জন্য পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিদের কাছে বার্তা পাঠিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। শুক্রবার জু’মার নামাজের সময় বিশেষ বাহকের মাধ্যমে উপজেলার ৬৫ টি মসজিদের মুসল্লিদের কাছে এ বার্তা পৌছানো হয়। পর্যায়ক্রমে উপজেলার ২৬০ টি মসজিদে এ বার্তা পাঠানো হবে। লিখিত বার্তায় পুলিশ সুপার প্রতিটি গ্রামে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোন ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিহত করার জন্য এলাকাবাসীর সহায়তা কমনা করেন। লিখিত বার্তায় তিনি আরও বলেন, পুলিশ ও জনতার যৌথ প্রচেষ্টায় পিরোজপুর জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। এছাড়াও তিনি যে কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে ইন্দুরকানী উপজেলার ৬৫ টি মসজিদে ৬৫ পুলিশ সদস্য উপস্থিত হয়ে মুসল্লীদের মাঝে তার লিখিত বার্তা পাঠ করে শুনিয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদেই জু’মার দিনে পুলিশ সুপারের এ বার্তা পৌছে দেওয়া হবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: