ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:
মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার জন্য পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিদের কাছে বার্তা পাঠিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। শুক্রবার জু’মার নামাজের সময় বিশেষ বাহকের মাধ্যমে উপজেলার ৬৫ টি মসজিদের মুসল্লিদের কাছে এ বার্তা পৌছানো হয়। পর্যায়ক্রমে উপজেলার ২৬০ টি মসজিদে এ বার্তা পাঠানো হবে। লিখিত বার্তায় পুলিশ সুপার প্রতিটি গ্রামে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোন ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিহত করার জন্য এলাকাবাসীর সহায়তা কমনা করেন। লিখিত বার্তায় তিনি আরও বলেন, পুলিশ ও জনতার যৌথ প্রচেষ্টায় পিরোজপুর জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। এছাড়াও তিনি যে কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে ইন্দুরকানী উপজেলার ৬৫ টি মসজিদে ৬৫ পুলিশ সদস্য উপস্থিত হয়ে মুসল্লীদের মাঝে তার লিখিত বার্তা পাঠ করে শুনিয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদেই জু’মার দিনে পুলিশ সুপারের এ বার্তা পৌছে দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260