তেরখাদার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল কলেজে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা | বঙ্গ নিউজ
হোম / আঞ্চলিক, শিক্ষা / বিস্তারিত

তেরখাদার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল কলেজে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

16 September 2025, 9:05:18

 

নিজস্ব প্রতিবেদক:

তেরখাদা উপজেলার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের বরণ এবং বিদায়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি, দীর্ঘদিন ধরে একাডেমিক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া সাহেলা সুলতানাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেলা সুলতানা নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য দায়িত্ব গ্রহণকারী উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন এবং সমাজসেবক মোল্যা মো. ইখতিয়ার উদ্দিন।

কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মো. তরিকুল ইসলাম কাজী, রবিউল ইসলাম, রানা সর্দার, কবির শিকদার, ছালাম শিকদার, শাহাবুদ্দিন শিকদার, খোকন শেখ ও আনিচ শেখ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মুক্তার হোসেন। তার নেতৃত্বে পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা উপহার দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: