নিজস্ব প্রতিবেদক:
তেরখাদা উপজেলার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের বরণ এবং বিদায়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি, দীর্ঘদিন ধরে একাডেমিক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া সাহেলা সুলতানাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেলা সুলতানা নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য দায়িত্ব গ্রহণকারী উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন এবং সমাজসেবক মোল্যা মো. ইখতিয়ার উদ্দিন।
কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মো. তরিকুল ইসলাম কাজী, রবিউল ইসলাম, রানা সর্দার, কবির শিকদার, ছালাম শিকদার, শাহাবুদ্দিন শিকদার, খোকন শেখ ও আনিচ শেখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মুক্তার হোসেন। তার নেতৃত্বে পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা উপহার দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260