মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

তুমি মোর /আশীষ খীসা

9 November, 2024 6:48:20

কবিতার নাম-তুমি মোর
কবির নাম-আশীষ খীসা
তারিখ-০৯।১১।২০২৪ ইং

 

তুমি মোর জীবন সাথী
তুমি মোর ভাবনা,
তোমাকে নিয়ে আমার
যত সব কামনা।

তুমি মোর প্রেয়সী
তুমি মোর সাধনা,
তুমি না থাকলে যে
বেড়ে যায় যাতনা।

তুমি মোর ভালোবাসা
তুমি মোর সান্ত্বনা,
তোমাকে নিয়ে আমার
যত সব কল্পনা।

তুমি মোর প্রেমের ঘাঁটি
তুমি মোর বাসনা,
তোমাকে নিয়ে আমার
যত সব আলপনা।

তুমি মোর আশার প্রদীপ
তুমি মোর ভরসা,
তোমাকে নিয়ে আমার
যত সব প্রত্যাশা।

তুমি মোর প্রেমের পরশ
তুমি মোর স্বপ্ন,
তুমি বিনা দেহ-মন
হয় চ্যুত ও ভগ্ন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support