কবিতার নাম-তুমি মোর
কবির নাম-আশীষ খীসা
তারিখ-০৯।১১।২০২৪ ইং
তুমি মোর জীবন সাথী
তুমি মোর ভাবনা,
তোমাকে নিয়ে আমার
যত সব কামনা।
তুমি মোর প্রেয়সী
তুমি মোর সাধনা,
তুমি না থাকলে যে
বেড়ে যায় যাতনা।
তুমি মোর ভালোবাসা
তুমি মোর সান্ত্বনা,
তোমাকে নিয়ে আমার
যত সব কল্পনা।
তুমি মোর প্রেমের ঘাঁটি
তুমি মোর বাসনা,
তোমাকে নিয়ে আমার
যত সব আলপনা।
তুমি মোর আশার প্রদীপ
তুমি মোর ভরসা,
তোমাকে নিয়ে আমার
যত সব প্রত্যাশা।
তুমি মোর প্রেমের পরশ
তুমি মোর স্বপ্ন,
তুমি বিনা দেহ-মন
হয় চ্যুত ও ভগ্ন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260