তুমি মোর /আশীষ খীসা | বঙ্গ নিউজ

তুমি মোর /আশীষ খীসা

9 November 2024, 6:48:20

কবিতার নাম-তুমি মোর
কবির নাম-আশীষ খীসা
তারিখ-০৯।১১।২০২৪ ইং

 

তুমি মোর জীবন সাথী
তুমি মোর ভাবনা,
তোমাকে নিয়ে আমার
যত সব কামনা।

তুমি মোর প্রেয়সী
তুমি মোর সাধনা,
তুমি না থাকলে যে
বেড়ে যায় যাতনা।

তুমি মোর ভালোবাসা
তুমি মোর সান্ত্বনা,
তোমাকে নিয়ে আমার
যত সব কল্পনা।

তুমি মোর প্রেমের ঘাঁটি
তুমি মোর বাসনা,
তোমাকে নিয়ে আমার
যত সব আলপনা।

তুমি মোর আশার প্রদীপ
তুমি মোর ভরসা,
তোমাকে নিয়ে আমার
যত সব প্রত্যাশা।

তুমি মোর প্রেমের পরশ
তুমি মোর স্বপ্ন,
তুমি বিনা দেহ-মন
হয় চ্যুত ও ভগ্ন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: