খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৬৭জন শিক্ষকের পদত্যাগ

বঙ্গ ডেস্ক:
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রভোস্টসহ ৬৭ জন শিক্ষক পদত্যাগ করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম কুদ্দুস জানান, তিনিসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহামুদ হোসেন, উপ উপাচার্য প্রফেসর মোসা. হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীসহ সকল প্রভোষ্ট ও সহকারী প্রভোষ্টসহ ৬৭ জন পদত্যাগ করেছেন।
সকলেই ব্যাক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান গোলাম কুদ্দুস। সকলেই আজ মঙ্গলবার পদত্যাগ করে পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিবের নিকট পাঠিয়েছেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: