
বঙ্গ ডেস্ক:
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রভোস্টসহ ৬৭ জন শিক্ষক পদত্যাগ করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম কুদ্দুস জানান, তিনিসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহামুদ হোসেন, উপ উপাচার্য প্রফেসর মোসা. হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীসহ সকল প্রভোষ্ট ও সহকারী প্রভোষ্টসহ ৬৭ জন পদত্যাগ করেছেন।
সকলেই ব্যাক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান গোলাম কুদ্দুস। সকলেই আজ মঙ্গলবার পদত্যাগ করে পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিবের নিকট পাঠিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260