“খুব জানতে ইচ্ছে করে” | বঙ্গ নিউজ

“খুব জানতে ইচ্ছে করে”

8 September 2025, 11:27:26

✍️ রীমা সাথী

খুব জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি !
খুব জানতে ইচ্ছে করে আমায় ছাড়া কেমন কাটছে তোমার দিন !
আমার যেমন বিষন্ন লাগে তোমারও কি তাই হয়?
আচ্ছা মনে পড়ে তোমার ! কথা চলতেই থাকতো আমাদের,
না ছিল কোন নিয়ম, না ছিল কোন সময় !
তন্নতন্ন করে যেমন এ-শহর ও-শহর তোমায় খুঁজি, তুমিও কি আমায় খোঁজো?
আমার জন্য সামান্য ভালোলাগা কিংবা ভালোবাসার ছিটেফোঁটা কি আছে আজও?
বিষাদ যেমন আমায় ছুঁয়ে গেছে তোমারও কি একই রকম হয়?
চেয়ে দেখো মেঘ করে আসা ওই যে আকাশ কিছু কি তোমায় কয়?
খুব জানতে ইচ্ছে করে,
এখনো কী আমায় ভেবে তোমার ওই চোখ দুটোয় ভরে আসে জল?
এখনো কী এমন হয় তোমার পৃথিবীটা আজ আমায় ছাড়া
শুণ্য তোমার কাছে,
চারিদিকে আজ শুধু মিথ্যে কোলাহল?

 

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: