✍️ রীমা সাথী
খুব জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি !
খুব জানতে ইচ্ছে করে আমায় ছাড়া কেমন কাটছে তোমার দিন !
আমার যেমন বিষন্ন লাগে তোমারও কি তাই হয়?
আচ্ছা মনে পড়ে তোমার ! কথা চলতেই থাকতো আমাদের,
না ছিল কোন নিয়ম, না ছিল কোন সময় !
তন্নতন্ন করে যেমন এ-শহর ও-শহর তোমায় খুঁজি, তুমিও কি আমায় খোঁজো?
আমার জন্য সামান্য ভালোলাগা কিংবা ভালোবাসার ছিটেফোঁটা কি আছে আজও?
বিষাদ যেমন আমায় ছুঁয়ে গেছে তোমারও কি একই রকম হয়?
চেয়ে দেখো মেঘ করে আসা ওই যে আকাশ কিছু কি তোমায় কয়?
খুব জানতে ইচ্ছে করে,
এখনো কী আমায় ভেবে তোমার ওই চোখ দুটোয় ভরে আসে জল?
এখনো কী এমন হয় তোমার পৃথিবীটা আজ আমায় ছাড়া
শুণ্য তোমার কাছে,
চারিদিকে আজ শুধু মিথ্যে কোলাহল?
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260