রূপসা উত্তর পাড়ায় পবিত্র সিরাতুন্নবী(সঃ) পালিত

20 September 2024, 3:10:46

রূপসা প্রতিনিধিঃ

পবিত্র সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে উপজেলার ইলাইপুর উত্তর পাড়া বায়তুল মামুর জা‌মে মস‌জিদ প্রাঙ্গ‌নে ২০ সেপ্টেম্বর’২৪ শুক্রবার দিনব‌্যাপী আলোচনা, ইসলা‌মিক সাংস্কৃতিক আনুষ্ঠান, মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মস‌জিদ প‌রিচালনা প‌রিষ‌দের উদ‌্যো‌গে আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি‌শিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা আইয়ুব আলী গাজী।
অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন মস‌জিদ প‌রিচালনা প‌রিষ‌দের সাধারণ সম্পাদক এস এম আমজাদ হো‌সেন। বিশ‌েষ অ‌তি‌থি ছিল‌েন মস‌জিদ প‌রিচালনা প‌রিষ‌দের উপ‌দেষ্টা অবসরপ্রাপ্ত বি‌ডিআর কর্মকর্তা এস এম হা‌বিবুর রহমান, মস‌জিদ ক‌মি‌টির উপ‌দেষ্টা ইব্রা‌হিম শেখ, উপ‌দেষ্টা ম‌নির ফ‌কির, ইসলা‌মিক ফাউ‌ন্ড‌েশনের ম‌ডেল কেয়ার‌টেকার আব্দুস ছালাম।
বায়তুল মামুর জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম মাহফুজুর রহমা‌নের প‌রিচালনায় অনুষ্ঠা‌নে বক্তৃতা ক‌রেন ক‌মি‌টির সহ-সভাপ‌তি ও‌সিকুর রহমান, ম‌েঃ শা‌হিন, সুলতান আহম্মদ, সো‌য়েদ শেখ, সিরাজুল ইসলাম, মাওলানা আবু হাসান, মাওলানা মিরাজুল ইসলাম, জালাল শেখ, শা‌হিন শেখ, আবুল বাশার ম‌তিউর রহমান, আলাউ‌দ্দ‌িন শেখ, মোঃ না‌সির, ফারুক হো‌সেন, আশা শেখ, হা‌ফিজুর রহমান, আ‌দিপ শেখ, তান‌ভির,র‌নি, ইমন, সাগর, নয়ন, সা‌কিব, হৃদয়, ইয়া‌সিন, রা‌সেল, সোবহান, জ‌লিল শেখ, হা‌সিব, মিজান, মুন্না, ম‌হিদুল ও সান‌জিদ শেখ প্রমুখ। অনুষ্ঠান শে‌ষে পবিত্র সিরাতুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ