কাবলি মামী জিদ ধরেছে //চন্ডীচরণ দাস

18 September 2024, 3:14:54

বঙ্গ সাহিত্য :

কাবুল থেকে হাবুল মামা
সেদিন এসে ভোরবেলা
বলল ডেকে—আনতো দেখি
পাটালি গুড় পাঁচ ডেলা।
আরো আনিস নলেন গুড় আর
গোল্লা রসের একশ’খান,
ক’মাস আগে অনেক লড়ে
পেল যেটা জি আই মান।
অবাক হয়ে ভাগনে শুধায়—
হঠাৎ গুড়ের খোঁজ কেন?
মিষ্টি নিতে দৌড়ে এলে,
দেখিনি তো সাধ হেন?
বেজার মুখে বলল মামা—
বলিস না আর, কাল থেকে
কাবলি মামী জিদ ধরেছে,
কাঁদছে বসে মুখ ঢেকে।
দেখেছে সে ফেসবুকেতে
খেজুর গাছের নলেন গুড়,
রসগোল্লা জি আই পেল,
নাম ছড়াল অনেক দূর।
এমন জিনিস নাই নাকি আর
সারা ভারত মুল্লুকে,
বাংলা হল বিশ্ব সেরা,
যতই বলুক নিন্দুকে।
তাই সে বলে ‘এক্ষুনি চাই’
দেখবে চেখে জিনিসখান,
বন্ধ করে রান্নাবাড়ি
ঘ্যানঘ্যানিয়ে খাচ্ছে জান।
জিনিসগুলো আনবি কিনে
বেছে বেছে ঠিক সরেশ,
নিয়ে যাব মামীর জন্যে
পেলেন চেপে কাবুল দেশ।
কী আর করে, সাত সকালে
লেপটা খুলে এক টানে
ভাগনে চলে রসগোল্লা
নলেন গুড়ের সন্ধানে।
#friends

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ