তালায় যুব ক্লাব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

22 October 2025, 8:52:24

তালা প্রতিনিধি:

সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তালা ও পাইকগাছা উপজেলার দলিত যুবদের সমন্বয়ে গঠিত ক্লাবের সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ কার্যলয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত’র প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস।
বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা মিশন বাম্বেনী ইটিএস- ইতালি’র সহযোগীতায় এবং এলপিএমসি প্রকল্পের অধিনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাশ’র সঞ্চালনায় সভায়- সাংবাদিক জুলফিকার রায়হানসহ ক্লাবের পক্ষে শান্ত দাস, পরিমল সরকার, নেপাল দাস, আনন্দ দাস, টুম্পা দাস, দেবপ্রসাদ সরকার ও চিমতী সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় তালা ও পাইকগাছা উপজেলার ১৪টি যুব ক্লাবের সদস্যসহ দলিত’র ফিল্ড ফ্যাসিলেটেটর অঞ্জলী দাস উপস্থিত ছিলেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ