খুলনায় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় বক্তারা: সড়ক দূর্ঘটনা শূন্যে নামাতে পারলে বছরে সাড়ে ১২ হাজার কোটি টাকা রক্ষা সম্ভব

22 October 2025, 8:40:36


মো: মোশারেফ আলী সোহেল:

বাংলাদেশের সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় আনা গেলে বছরে সাড়ে বারো হাজার কোটি টাকা রক্ষা করার সম্ভব।জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন। খুলনা জেলা প্রশাসন ও বি আর টি এ আয়োজিত এ সভাটি বুধবার (২২ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

‎‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুস সাকিব। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো.হুসাইন শওকত এবং প্রধান বক্তা ছিলেন, বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক মো.জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক উসমান সারওয়ার আলম। বক্তারা বলেন, খুলনা মহানগরীতে ইজিবাইকের বিশৃঙ্খলা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। খুলনা সিটি করপোরেশনের নিবন্ধিত ইজিবাইক রয়েছে প্রায় ১০ হাজার, যার মধ্যে ৮ হাজার যাত্রীবাহী ও ২ হাজার পণ্যবাহী। কিন্তু বাস্তবে নগরীতে চলাচল করছে ২৫ হাজারেরও বেশি ইজিবাইক। এই অতিরিক্ত যানবাহন সড়কে জট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। তারা আরও বলেন, ইজিবাইক নিয়ন্ত্রণে আনতে পারলে নগরের দুর্ঘটনা উল্লেখ যোগ্যভাবে কমানো সম্ভব। পাশাপাশি গ্রামীণ সড়কে ব্যক্তিগত প্রয়োজনে যানবাহন ব্যবহার, অতিরিক্ত গতি, অদক্ষ চালক, এবং দুর্বল সড়ক ব্যবস্থাপনাও দুর্ঘটনার বড় কারণ হিসেবে চিহ্নিত করেন বক্তারা।

‎সভায় আরও বক্তব্য রাখেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তালিমুল হক, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, খুলনা বাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, খুলনা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রবিউল করিম, নিসচা’র খুলনা জেলা সভাপতি মো. তরিকুল ইসলাম, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান প্রমুখ।

‎বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিক ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত উদ্যোগেই “নিরাপদ সড়ক সবার অধিকার” বাস্তবায়ন সম্ভব। এর আগে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ