ধর্মকে ব্যবহার করে এদেশের মানুষকে বোকা বানানোর অপচেষ্টা জনগণই ভোটের মাধ্যমে প্রতিহত করবে

22 October 2025, 6:54:31

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন,
দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে আলোকিত করতে এই যুব সমাজের ভূমিকা অবিস্মরণীয়। আজকের এই যুবসমাজই আগামী দিনে এদেশের কর্ণধার হবেন।

তিনি আরও বলেন, যদি মূল্যবোধের ইতিবাচক চর্চা এবং জীবন সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা যায়, তাহলে এটি যেমন ঐ যুবকদের ব্যক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি এ দেশের সামগ্রিক উন্নয়নের চাকাকে গতিশীল রাখতে সক্রিয় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। ধর্মকে ব্যবহার করে এদেশের মানুষকে বোকা বানানোর অপচেষ্টা  জনগণ  প্রতিহত করবে।

বুধবার ২২ অক্টোবর বিকালে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ভিত্তিক যুবসমাবেশ সফল পড়ার লক্ষ্যে রূপসার আলাইপুর মাঠে যুব সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় একথা বলেন।

উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু,

বিশেষ বক্তৃতার বক্তৃতা করেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন
সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী, মোল্লা খায়রুল ইসলাম, এনামূল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক।

উপজেলা যুবদলের আয়োজনে ও উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর এর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, মোল্লা এনামুল কবীর, শেখ আ: রশিদ, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফতাব আহমেদ জমাদ্দার, জেলা তাতীদলের সদস্য সচিব মাহমুদুল হাসান লোটাস,
জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, তরিকুল ইসলাম রিপন জাহিদ শেখ, বাবু, মনির লস্কর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ