তালায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

21 October 2025, 11:02:24

 

তালা প্রতিনিধি:

প্রান্তিক জনগোষ্ঠির প্রতি নেতিবাচক মনোভাব এবং আচরন পরিবর্তন করা ও কাংখিত সম্প্রদায়ের জন্য সামাজিক পরিষেবাগুলিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস আইডিপিডিসি প্রকল্প’র আয়োজনে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উক্ত সভা আয়োজন করা হয়।
কারিতাস তালা উপজেলার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএম আবুল কালাম আজাদ। সিডিএ লিটন সেনের সঞ্চানায় এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য শংকর কুমার দাস, মো. মনিরুল ইসলাম, ইউপি সচিব মো. রেজাউল ইসলাম ও সিডিএ কমলেশ মিস্ত্রী প্রমুখ। সভায়- সমাজে পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর মানুষের জন্য ইউনিয়ন পরিষদের সেবা প্রাপ্তিতে অগ্রাধিকার প্রদানের দাবী উপস্থাপন করা হয়।
এসময় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য ও আইডিপিডিসি প্রকল্পের উপকারভোগী ৩০জন সদস্য উপস্থিত ছিলেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ