রূপসা মুন ব্রিকসের দায়োয়ানকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক ঃ
রূপসায় মুন ইটভাটার দারোয়ান ইউসুফ আলী (৫০) নামের ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮) অক্টোবর রাত সাড়ে তিনটায় ২নং শ্রীফতলা ইউনিয়নের নন্দনপুর চর ‘মোছাব্বারপুর সিংহের চর’ মুন ইটভাটায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জানায়, মুন ইটভাটায় প্রতিদিনের মতো রাতে ডিউটির সময়ে একই এলাকার মাদকাসক্ত ব্যক্তি রনি’সহ আরো দুইজন ব্যক্তির ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসা করলে তিনজন এলোপাতারি কুপিয়ে জখম করে তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয়। রাত ৪ টার সময় আহত ইউসুফ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ইটভাটার লোকজন।
রূপসা থানা অফিসার (ইনচার্জ) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, নন্দনপুর ইটভাটা এলাকায় ঘটনার খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তির সার্বিক খোঁজখবর রাখছে। অভিযোগ দায়ের হলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

