রূপসায় গরু চোর সিন্ডিকেটের ২ সদস্য গরুসহ আটক
নিজস্ব প্রতিবেদক ঃ
রূপসায় গরুচোর সিন্ডিকেটের ২ সদস্যকে গরুসহ জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
৬ অক্টোবর সোমবার ভোর ৬ টায় রামনগর ডায়মন্ড ডকইয়ার্ড সংলগ্ন ঘাটে ট্রলার থেকে গরু ২ টি নামানোর সময় স্থানীয় রামনগর মুন্সীপাড়ার ডকইয়ার্ড শ্রমিকেরা ট্রলারে ৬ জন লোককে দেখতে পায়। শ্রমিকদের দেখে ট্রলার থেকে নেমে ৪ জন পালিয়ে যায়।গরুসহ বাকি ২ জন শ্রমিকদের আটক হয়। আটক মাহাতাব (৪০) পিং-তৈয়ব আলী, সাং – বাগমারা,রূপসা,খুলনা ও রিপন মোল্লা (৩২)পিং-আব্বাস আলী মোল্লা,সাং-তালবুনিয়া, রামপাল,বাগেরহাট, আটককৃতদের ভাষ্যমতে নলীয়ান ইউনিয়নের সুতারখালী গ্রামের তাসের গাজীর বাড়ীতে গরু ও বাছুরটি পুষতে দেওয়া ছিলো,সেখান থেকে নৌপথে ট্রলারে ৬ জন মিলে আনছিলাম। আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়া হয়।
স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী রূপসা গরুচোর সিন্ডিকেটের সাথে কয়েকজন মাংশ ব্যবসায়ী জড়িত।বিগত কয়েকবার কয়েকজন সাজাপ্রাপ্ত হয়ে আবারো সেই চোরাই গরু ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে।
তারা আরো বলেন চোর সিন্ডিকেটের সকল সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক বলে দাবি করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

