ভোটাধিকার ফিরিয়ে আনতে তরুণদের অগ্রণী ভূমিকা প্রয়োজন :তেরখাদায় যুব সমাবেশে হাবিব-উন-নবী সোহেল
নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেংগা হাই স্কুল মাঠে রবিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত যুব সমাবেশ। “যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠটি। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে দলে দলে সমবেত হন সমাবেশস্থলে। নানা বয়সের মানুষের উপস্থিতিতে রাজনৈতিক উচ্ছ্বাস ও প্রত্যয়ের এক ব্যতিক্রমধর্মী পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বর্তমান বাংলাদেশে গণতন্ত্র একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে যুব সমাজের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ও গণতন্ত্রকে অভিন্ন বলেই বিশ্বাস করতেন। সেই আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার সংগ্রামে বারবার কারাবরণ করেছেন। আর দেশনায়ক তারেক রহমান তরুণ প্রজন্মকে নেতৃত্বে এনে ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি এনেছেন।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল বিএনপির রাজনৈতিক রূপরেখা নয়, বরং এটি একটি জাতীয় মুক্তির রোডম্যাপ। এই রূপরেখার বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে সুশাসন, মানবাধিকার, ন্যায়বিচার ও জনগণের মালিকানা প্রতিষ্ঠা সম্ভব। এজন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে, যেখানে জনগণ সত্যিকার অর্থে রাষ্ট্রের মালিক, সেই লক্ষ্যে যুবকদের ভূমিকা এখন সময়ের দাবি। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি দায়িত্বশীল, মানবিক ও আধুনিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি সম্ভব—যেখানে রাজনীতি হবে জনকল্যাণের হাতিয়ার।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুব নেতা রাজু বিল্লাহ। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ এবং সদস্য সচিব নাঈমুজ্জামান জনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাইদ শেখ, বিএনপি নেতা ইকরাম হোসেন জমাদ্দার, মোল্যা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মিল্টান মুন্সি, আজিবার শেখ, এস.কে. নাসির আহমেদ, কামরুল মোল্যা, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু,গোলাম মোস্তফা ভুট্টো, অহিদ শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সি, শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, সাবু মোল্যা এবং ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর।
বক্তারা বলেন, রাষ্ট্রযন্ত্র এখন জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে। নির্বাচন একটি ছদ্মবেশে পরিণত হয়েছে, যেখানে জনগণের ভোটের কোনো মূল্য নেই। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সঠিক নেতৃত্ব, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ওপর রাষ্ট্রের পূর্ণ মালিকানা ফিরিয়ে দেওয়া। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে এবং যুবসমাজের অগ্রণী অংশগ্রহণে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সুবাতাস বইবে।
সমাবেশ শেষে সকল নেতাকর্মী দলীয় শৃঙ্খলা বজায় রেখে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। তাঁরা ঘোষণা দেন, যত বাধাই আসুক, তারা রাজপথ ছাড়বেন না এবং ভোটাধিকার পুনরুদ্ধারের এই লড়াই চলবেই।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

