রূপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস উদ্বোধন

3 October 2025, 10:52:09

 

রূপসা প্রতিনিধিঃ

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী সম্মেলন ও অফিস উদ্বোধন আজ ৩ অক্টোবর বিকালে উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে অফিস উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি মাওলানা আবদুল্লাহ ইমরান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলী,সেক্রেটারি মাওঃ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, আলহাজ্ব মোঃ ইকরামুল হক, মাওঃ মাসুদুর রহমান রউফি, আলহাজ্ব মোঃ আনিসুর রহমান, মাও ইউসুফ আলী, মাওঃ জামাল উদ্দিন, আব্দুল হাফিজ শেখ।
সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া এবং সভা পরিচালনা করেন সেক্রেটারি মোঃ আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা আমির হোসেন দুয়ারী,টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক মোঃ আসাদুজ্জামান,খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন শেখ, জামায়াতে ইসলামী নেতা মাওলানা মোঃ ইব্রাহিম খলিল আঃ গফফার,হাফেজ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন আবুল হোসেন দুয়ারী, শরিফুল ইসলাম,জহর শিকারি,আতাহার শেখ,রফিকুল ইসলাম প্রমূখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ