তেরখাদায় তারেক রহমানের দিক নির্দেশনায় শিক্ষাবৃত্তি পেলেন চার মেধাবী শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের উদ্যোগে খুলনার তেরখাদায় চার মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে শিক্ষাবৃত্তি।
অভাব-অনটনের কারণে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছিল ওই শিক্ষার্থীদের। মাধ্যমিকে জিপিএ-৫ অর্জন করেও তারা ভর্তি নিয়ে পড়েছিল দুশ্চিন্তায়। ঠিক তখনই পাশে দাঁড়ায় ফাউন্ডেশনটি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) তেরখাদা উপজেলার এক অনাড়ম্বর আয়োজনে নিজ বাসভবন থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
তিনি বলেন, শুধু মেধা নয়, উচ্চশিক্ষার পথকে সমানভাবে সবার জন্য উন্মুক্ত রাখাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। কেউ যেন কেবল অর্থের অভাবে স্বপ্নের পথ থেকে ছিটকে না পড়ে, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ কোনো একক চিন্তার ফসল নয়। এর পেছনে রয়েছেন তারেক রহমানের মতো শিক্ষাবান্ধব নেতৃত্বের গভীর দিকনির্দেশনা, যিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা তেরখাদা উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজে ভর্তি হতে যাচ্ছেন। পরিবারিক অসচ্ছলতার কারণে তাদের ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছিল বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগও তৈরি হয়। বিষয়টি জানার পরই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক তুহিন মোল্লা এবং কোকো মেমোরিয়াল টেস্টের কো-অর্ডিনেটর মো. ফারুক হোসেন।
স্থানীয়রা বলছেন, এই ধরনের উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়—এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় উৎস। এমন মানবিক কার্যক্রম এলাকায় নতুন উদাহরণ সৃষ্টি করেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

