তেরখাদায় ঢাক-উলু ধ্বনিতে মুখর৯৮ মণ্ডপ,মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গোৎসব
নিজস্ব প্রতিবেদক:
বছর ঘুরে আবার এসেছে দেবীপক্ষ, আর সেই সঙ্গে বাঙালি হিন্দুদের হৃদয়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব—শারদীয় দুর্গোৎসব। খুলনার তেরখাদা উপজেলাজুড়ে শুরু হয়েছে মহাষষ্ঠীর পূজা। উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে প্রতিটি গ্রাম, প্রতিটি পূজা মণ্ডপ। এবছর উপজেলাজুড়ে ৯৮টি পূজা মণ্ডপে চলছে বোধন, অধিবাস ও আমন্ত্রণের আনুষ্ঠানিকতা।
মণ্ডপে মণ্ডপে ঢাকের তালে মুখরিত চারপাশ। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে তৈরি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ। শিশু থেকে বৃদ্ধ—সবাই যেন সেজে উঠেছেন পূজার রঙে। উপজেলার সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরে পূজা দিতে আসা অপু বিশ্বাস, নির্মল মল্লিক ও কার্তিক দাস বলেন, “শুধু ধর্মীয় নয়, দুর্গাপূজা আমাদের সামাজিক বন্ধনেরও বড় উৎসব। প্রতিবছর এই পূজাই আমাদের মাঝে আনন্দ, ভালোবাসা আর সম্প্রীতির বার্তা নিয়ে আসে।”
পূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন। তারা মণ্ডপ কমিটিগুলোর সঙ্গে কথা বলে প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
অপরদিকে, তেরখাদার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “আমরা সজাগ আছি। পুলিশ, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবক মিলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন।”
শুধু প্রশাসনই নয়, উপজেলার বিএনপি ও জামায়াতের নেতারাও দুর্গাপূজা নির্বিঘ্ন করতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন, যা স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর কুমার বালা জানান, “উপজেলার ছয়টি ইউনিয়নে এ বছর মোট ৯৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে। প্রতিটি মণ্ডপেই আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।”
পূজার দিনক্ষণ অনুযায়ী, সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাঅষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। পূজামণ্ডপগুলো রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে। কোথাও চলছে সাংস্কৃতিক আয়োজন, কোথাও আবার কীর্তন ও ধর্মীয় আলোচনা।
তেরখাদায় এবারের পূজা যেন কেবল ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়—এ এক সামাজিক সংহতির বার্তা, সম্প্রীতির মিলনমেলা।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

