তেরখাদায় দুর্গাপূজা ঘিরে জামায়াতের সম্প্রীতি সভা

22 September 2025, 7:51:07

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক সম্প্রীতি ও মতবিনিময় সভা আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি নাহিদ হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ—মাওলানা এমএ হাফিজ, আব্দুস সামাদ লিটন, মুজাহিদুল ইসলাম রাগীব, আব্দুল আজিজসহ অনেকে।

পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শংকর কুমার বালা, কৃষ্ণ মেনন রায়, সমীর ঢালী, নির্মল অধিকারী, বিপুল মল্লিক, পলাশ চন্দ্র পাল, গৌড় পদ বিশ্বাস, দেব খামারি ও নৃপেন্দ্র নাথ শিকদার। এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। জামায়াত নেতৃবৃন্দ পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময়ে যাবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানানো হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে সভায় একযোগে কাজ করার ওপর জোর দেওয়া হয়। পূজাকে ঘিরে কেউ যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার কথাও উল্লেখ করা হয়।

এই সভাকে পারস্পরিক শ্রদ্ধা, সংহতি ও সামাজিক সহনশীলতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ