রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের দুর্গোৎসব পালনে মতবিনিময় সভা
রূপসা প্রতিনিধি ঃ
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ডোবা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু। রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বিশেষ অথিতির বক্তৃতা করেন সমাজসেবক শামীম আহমেদ জমাদ্দার, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক,ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু,শিয়ালী এসডিজি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হিল্লোল মুখার্জী, সমাজসেবক পূর্নেন্দু মন্ডল, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায় , ডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস , গোয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার শিকদার,বিএনপি নেতা মিকাইল বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস। বক্তৃতা করেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমর কুমার মন্ডল , পূজা উদযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক তপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, ইউপি সদস্য সুকুমার বৈরাগী , শিক্ষক বাসুদেব পাল, নৃপেন্দ্রনাথ রায়, বিএনপি নেতা প্রান গোপাল বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, মাধব পাল, নরেশ বিশ্বাসসহ ঘাটভোগ ইউনিয়নের ৩৫টি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

