খুলনায় বিএনপি নেতা বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলা,খোঁজ নিতে এলেন পারভেজ মল্লিক

17 September 2025, 10:11:23

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় বিএনপির প্রভাবশালী নেতা শেখ আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনীতিতে। দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। হামলার পরদিন বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক।

রূপসা উপজেলার আইচগাতীতে অবস্থিত শেখ আবু হোসেন বাবুর বাড়িতে গিয়ে তিনি পরিবার সদস্যদের সঙ্গে সময় কাটান এবং ঘটনার বিবরণ শোনেন। ঘটনাস্থল ঘুরে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং রাজনৈতিকভাবে এমন ঘটনার তাৎপর্য মূল্যায়ন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত বাড়ির সামনে এসে অবস্থান নেয়। এরপর পাঁচজন বাড়ির ভেতরে প্রবেশ করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা এলাকা ত্যাগ করে।

দীর্ঘদিন বিদেশে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন শেখ আবু হোসেন বাবু। তার রাজনীতিতে ফিরে আসার পরপরই এই সন্ত্রাসী হামলার ঘটনা নেতাকর্মীদের মাঝে উদ্বেগ বাড়িয়েছে। তারা এটিকে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা হিসেবে দেখছেন।

পারভেজ মল্লিক এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি মনে করেন, এমন ন্যক্কারজনক ঘটনা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও হুমকি। আইনশৃঙ্খলা বাহিনী যদি যথাসময়ে পদক্ষেপ না নেয়, তবে সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন কিংবা পুলিশি তদন্ত সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে হামলার ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, এবং দলীয় নেতাকর্মীরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ