রূপসায় ইউপি চেয়ারম্যান ও সচিবের ভিডব্লিউবি কার্ড প্রস্তুতির দূর্নীতি ; ইউএনও বরাবর অভিযোগে দায়ের
আ: মজিদ:
রূপসা ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু ও সচিব নবির হোসেনের নামে ভিডব্লিউবি কার্ড প্রস্তুতিতে ব্যাপক অনিয়মের অভিযোগ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সকল ইউপি (মেম্বর) সদস্য কর্তৃক লিখিত অভিযোগ করেন। অভিযোগে তারা উল্লেখ করেন ২০২৫-২৬ চক্রের ভিডব্লিউবি তালিকা চূড়ান্ত করার পূর্বে সকল ইউপি সদস্যদের দেখানোর কথা থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু ও সচিব নবির হোসেন সেটা না করে তাদের ইচ্ছামত তালিকা প্রস্তুত করে উপজেলা মহিলা বিষয়ক অফিসে দাখিল করেন।অথচ যে সকল নামের তালিকা আমরা চেয়ারম্যানের কাছে জমা দিয়েছিলাম সেই নামের তালিকায় অধিকাংশ হতদরিদ্র ও অসহায় মানুষের নাম ছিলো।কিন্তু চেয়ারম্যান ও সচিব দুজনে মিলে আমাদের দেয়া অধিকাংশ নাম বাদ দিয়েছে।তাই উক্ত ভিডব্লিউবি কার্ডের নামের তালিকা স্থগিতকরণ পুন:তদন্ত সাপেক্ষে ইউপি সদস্যদের দেওয়া তালিকা থেকে সঠিক তালিকা প্রস্তুতের দাবি জানান।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

