রূপসা মাসিক সমন্বয় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি ঃ
রূপসা উপজেলা মাসিক সমন্বয় এনজিও বিষয়ক এক সভা ১১ সেপ্টেম্বর বেলা ১২টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা্।
বিশেষ অতিথির বক্তৃতা করেন কুষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব প্রামানিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান , সহকারী ডেন্টাল সার্জন ডাঃ মোঃ আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন
সমাজ সেবা কর্মকর্তা তরফদার রাকিবুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ইসলামীক রিলিফ এর রিজিওনাল ইনচার্জ মোঃ জাকারিয়া, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ আছাফুর রহমান, মোঃ জিয়াউল হক , মোঃ মাসুম বিল্লাহ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক শেখ, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর যুগ্ম সম্পাদক মোঃ বেনজির হোসেন, পরিষদ সচিবঅসীম কুমার দাস, নবীর হোসেন , ফারুক আল মাসুদ প্রমূখ।
এর আগে জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

