NGFB EXCELLENCE SUCCESS AWARD -2025 সাংবাদিকতা,সংগঠক ও কবিতার জন্য মনোনীত হলেন মো: মোস্তাফিজুর রহমান
বঙ্গ সাহিত্য :
পরিচ্ছন্ন সাংবাদিকতা, বিভিন্ন সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা ও কবিতা লেখার স্বীকৃতি হিসেবে NGFB EXCELLENCE SUCCESS AWARD -2025 পদকের জন্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক, সংগঠক ও কবি মো: মোস্তাফিজুর রহমান। তিনি দীর্ঘদিন যাবৎ সৃজনশীল সামাজিক কর্মকাণ্ড, সাংবাদিকতা ও সাহিত্য চর্চা,কবিতা লেখা চালিয়ে যাচ্ছেন।তিনি এলাকায় জনদূর্ভোগ, অনিয়ম ও দূর্নীতির নিউজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচরে এনে সমস্যার সমাধান করত;এলাকাবাসীর সমস্যা নিরসন করে যাচ্ছেন।এছাড়া তিনি একজন ক্রীড়া প্রেমি ও শিক্ষানূরাগী।তিনি আন্তর্জাতিক, জাতীয়,আঞ্চলিকসহ অনেক সামাজিক,ক্রীড়া,লেখক,সাহিত্য,প্রেসক্লাবের দায়িত্বশীল পদে থেকে দায়িত্ব পালন করছেন।
তিনি তার শিক্ষাজীবন থেকে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে ছড়া,কবিতা ও গল্প লেখালেখি করতেন।তার লেখা কবিতার বই ” হৃদয় আকাশে মেঘ” “শিশির ভেজা ঘাস” সহ অসংখ্য যৌথ কবিতার বই পাঠকের মনে দাগ কেটেছে ।
সাংবাদিকতা,সাংগঠনিক কর্মকান্ড ও কবিতা লেখার জন্য তিনি আন্তর্জাতিক গুনীজন পুরষ্কার ” মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কার -২০২৪”, “নেলসন ম্যান্ডেলা শান্তি পুরষ্কার -২০২৫” অর্জন করেন।
ঢাকা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা সাহিত্য পুরষ্কার, রবীন্দ্র সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে রবীন্দ্র সাহিত্য পুরষ্কার,ডাকবাংলা সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরষ্কার ও সম্মাননা স্মারক অর্জন করেন।
NGFB. মহাপরিচালক রাকিব আলী রকি জানান,সাংবাদিকতা,সাংগঠনিক ও কবিতার স্বীকৃতি হিসাবে মো: মোস্তাফিজুর রহমান কে এই সম্মাননা প্রদানকরা হবে। NGFB EXCELLENCE SUCCESS AWARD -2025 অনুষ্ঠানটি রাজধানীর বাংলামটর ” বিশ্ব সাহিত্য কেন্দ্র” এ একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার তুলে দেওয়া হবে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

