একাকিত্বকে ভালোবাসা

6 September 2025, 11:47:41

✍️ রীমা সাথী

 

নীরবতা উপভোগ করতে পারলে
নীরবতা সত্যি সুন্দর !
রাতের আকাশ দেখো, দেখো তাকিয়ে,
ওই যে চাঁদ দেখতে পাচ্ছো !
কি সুন্দর জ্বলজ্বল করছে,
চাঁদের সৌন্দর্য উপলব্ধি করো..
দেখবে মনের কষ্টগুলো কেমন যেন উবে গেছে।
মিশে যাও আরো, রাতের সাথে জড়িয়ে রাখো নিজেকে,
কী অসাধারণ অনূভুতি তাইনা !
টের পাচ্ছো? হ্যা পাচ্ছো !
তোমার মন খারাপগুলো রাতের সাথে মিশে একাকার হয়ে গেছে।
এবার একটু হাসো, রাতের কাছে গিয়ে বসো,
আর ভালোবাসো !
সবাই তোমাকে বোকা ভাবলে ভাবুক, ভাবতে দাও,
তুমি শুধু রাতের সাথে ভাসো,
ইচ্ছে মতো রাতকে ভালোবাসো।
একাকিত্বকে ভালোবাসো,
আর পিনপতন নীরবতাকে ভালোবাসো।
বুকের ভেতর তুমুল শূন্যতার অনুভব কেটে যাবে,
কোনরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া তোমার জমানো কষ্টগুলো
কাঁদতে কাঁদতে রাতকে বলা যাবে।
একাকিত্বকে ভালোবেসে ফেললে
দেখবে তুমি দুনিয়ার বুকে সবথেকে সুখী মানুষ।
ভাবতে থাকো আর ভাসতে থাকো,
ভাসতে থাকো আর হাসতে থাকো,
আর রাতের নীরবতাকে ভালোবাসতে থাকো।

 

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ