রূপসা ঘাট মাঝিদের ঝুঁকিপূর্ণ যাত্রী পারাপার ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় আইনজীবী লাঞ্চিত

4 September 2025, 11:24:10

রূপসা সংবাদদাতা :
রূপসা ঘাট মাঝিদের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। উঠতি বয়সী যুবক ও টোকাইরা এখন রূপসা ঘাটের নিয়ন্ত্রণ করছে।ঝুঁকিপূর্ণভাবে  অতিরিক্ত যাত্রী নেওয়া ও অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য পারাপারের লোকজনের সাথে প্রতিদিন এদের বাক বিতণ্ডার ঘটনা ঘটলেও প্রশাসন এ ব্যাপারে কোন ভূমিকা না নেওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ঘাট মাঝিদের এই খামখেয়ালি পনার কারণে আর কত জীবন গেলে তারা শান্ত হবে তা কারো জানা নেই।
একাধিক সূত্রে প্রকাশ, রূপসা ঘাট এলাকার নৌকা মাঝিদের দৌরাত্ম দীর্ঘদিনের এরা নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে ইচ্ছামাফিক ভাড়া আদায় করে চলেছে।১টাকার ভাড়া বর্তমানে ৪ টাকায় এসে দাঁড়িয়েছে যা তাদের সম্পূর্ণ খাম খেয়ালী। রাজনৈতিক পালাবদলের সাথে সাথে এদের ভাড়ার পরিমাণ ও পরিবর্তিত হচ্ছে।এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপির হাত ধরে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছে। এদেরকে প্রতিরোধ করার কোন ক্ষমতা যেন প্রশাসনের নেই। ঘাটের পারানি ৪ টাকা করে হলে ও পাঁচ টাকার কোন নোট বা কয়েন দিলে মাঝিদের আদায়কারীরা এক টাকা কখনো ফেরত দিচ্ছে না আর ওই এক টাকার জন্য কেউ তেমন মাথা ঘামায় ও না। যে কারণে প্রতি ট্রলার থেকে মাঝিরা অতিরিক্ত আয় করছে ৪০ টাকা ।
 আর এই বখাটেদের দুর্ব্যবহার থেকে রক্ষা পাচ্ছে না ডাক্তার ,সাংবাদিক, আইনজীবী, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং মহিলাদের। ইজ্জত হারানোর ভয়ে এদের সাথে কেউ বাগ বিতণ্ডতায় জড়াতে চায় না। গতকাল বিকাল সোয়া ৫ ঘটিকায় রুপসা ঘাট পার হওয়ার সময় খুলনা জজকোর্টের এক আইনজীবী নৌকায় জনপ্রতি ১ টাকা বেশি নেওয়ার প্রতিবাদ করলে তিনি বখাটেদের হাতে লাঞ্চিত হন ।ওই সময় রুপসা ঘাটের পূর্ব পাড়ে বসে থাকা  শ্রমিক নেতা মহাব্বত ব্যাপারী কাছে ঐ আইনজীবী বিষয়টি জানালে,তিনি বিষয়টি ধামাচাপা  দিয়ে  ট্রলারটি দ্রুত ওপারে পাঠিয়ে দেন। পরে জানা গেল, ওই ট্রলারের মাঝি ও টাকা আদায়কারী দুজনই তাদের বহিরাগত ক্যাডার।এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ