রূপসা তালিমপুর গ্রামে JJS এর আঞ্চলিক অফিস ভবনের ২য় তলায় চুরি সংগঠিত

28 August 2025, 8:48:53

 

রূপসা প্রতিনিধি:

রূপসা বাজারের মাস্টার বুক ডিপো’র স্বত্বাধিকারী ও তালিমপুর গ্রামে জাগ্রত যুব সংঘ (JJS) এর আঞ্চলিক অফিসের ২য় তলায় সরদার মাহবুবুর রহমানের বাসায়  ২৮ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  রূপসা বাজারস্থ মাস্টার বুক ডিপো’র স্বত্বাধিকারী ও তালিমপুর গ্রামে জাগ্রত যুব সংঘের আঞ্চলিক অফিসের  ঘর মালিক সর্দার এস এম মাহবুবুর রহমান জানান, ২৮ আগষ্ট দিবাগত রাত্র ১:০০ টা থেকে সাড়ে তিনটার মধ্য সরদার মাহবুবুর রহমানের বাড়িতে জানালার গ্রিল ভেঙ্গে অভিনব এই চুরির ঘটনা ঘটেছে। সরদার মাহবুবুর রহমানের একমাত্র পুত্র  ইসমাইল রাত ১টা৭ মিনিটের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে এবং সবকিছু ঠিকঠাক মত আছে দেখে আবার ঘুমাতে যায়। পরবর্তীতে ভুক্তভোগী সরদার মাহবুবুর রহমান তাহাজ্জুতের নামাজ পড়তে রাত সাড়ে তিনটার দিকে ঘুম থেকে উঠে দেখে আলমারি ভাঙ্গা ও সব কিছু এলোমেলো।  পরে দেখে জানালার গ্রিল ভাঙ্গা।  নগদ অর্থ, স্বর্ণালংকার ও দামিদামি কিছু মালামাল নিয়ে গেছে। তার ধারণা চোরেরা সঙ্ঘবদ্ধ হতে পারে। একাধিক ব্যক্তি না’ হলে এরকম চুরি সম্ভবপর নয়। প্রাথমিক হিসাবে প্রায়  তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি ধারণা দেন।। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ