খুলনার লাজ ফার্মায় ফিলিপাইনের নকল ঔষধ বিক্রি করায় ৫ লাখ টাকা জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক :
অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগরীর রয়েল মোড়ের লাজ ফার্মায় ঝিনাইদহের এডোরাবেলা হেলথকেয়ার কর্তৃক ভেজাল নকল ও ঔষধ সরবরাহের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। নকল ওষুধ বিক্রির অভিযোগ পেয়ে পরিচালিত এ অভিযানে লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায়ও করা হয়।
সোমবার (১৮ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, সাইফুল্লাহ আল রাব্বি গত মে মাসে লাজ ফার্মা থেকে তার মায়ের জন্য একটি ওষুধ কেনেন। এ সময় ফিলিপাইনের ওষুধ বলে বিক্রি করা হয়। এ অভিযোগ পেয়ে ঔষধের মূল উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সাথে যোগাযোগ করা হলে তারা এটিকে নকল ঔষধ বলে জানান। অভিযান চালালে নকল ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ার ও বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মা ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০,৪৪ ও ৫০ ধারা অনুযায়ী রয়েল মোড় লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ লাজফার্মার সিও মঈনুদ্দিন তাৎক্ষণিক দেন।
ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন, ভোক্তা অধিকারের জেল দেওয়ার এখতিয়ার নেই, তাই তাদেরকে শুধু জরিমানা আরোপ করা হয়েছে ।
লাজফার্মার সিও মঈনুদ্দিন বলেন, ভোক্তা অধিকারের তথ্যমতে তারা চেষ্টা চালিয়ে ঝিনাইদহ অবস্থিত এডোরাবেলা হেলথ কেয়ারের মার্কেটিং অফিসার তানভির আহমেদ পলাশকে ১৮ আগস্ট ভোক্তা অধিকারের কাছে হাজির করেন। তাদের Ithching Reliefe Lotion (চুলকানি নিরাময়) নামের চর্ম রোগের ওষুধটি নকল ওষুধ বলে শনাক্ত হয়। এ ওষুধ বিক্রির অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করেন। ওই কোম্পানি লাজ ফার্মার হিসেবে জরিমানার টাকা পাঠায়। লাজফার্মা সেই টাকা ভোক্তা অধিকারকে প্রদান করে।
জনস্বার্থে নকল ও ভেজালের বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

