২’শ বোতল ফেনসিডিলসহ রূপসায় ১ জন  আটক

19 June 2025, 7:59:19

 

রূপসা প্রতিনিধি :

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে শহিদল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়া গ্রামের আকসেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানাযায়, খুলনা জেলার রূপসা থানার জাবুসা মোড়ে র‌্যাব-৬মাদক উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ১৯ জুন রাত ১২ ঘটিকার সময় ডিউটি করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে এক ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসতেছে।

উক্ত সংবাদ পেয়ে একই তারিখ রাতে খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) টোল প্লাজার পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে রাত ১২টা ২০ মিনিটের সময় ইমাদ পরিবহন দাঁড় করায়। এসময় এক যাত্রী একটি বস্তাসহ বাস থেকে নেমে রাস্তার উপরে রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলামকে গ্রেফতার করে। পরে শহিদুল ইসলাম এর দেহ ও বস্তা তল্লাশিকালে ড্রামের ভিতর হতে আসামী নিজ হাতে ২০০বোতল ফেনসিডিল বের করে দেয়। এ ব্যাপারে শহিদুলের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নং-১২।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ