রূপসায় অগ্নিকান্ডে নিঃস্ব মুদি দোকানীকে জামায়াতে ইসলামীর ঢেউ টিন প্রদান

11 June 2025, 3:56:06

 

রূপসা প্রতিনিধি:

রূপসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুদি দোকানদারকে নতুন দোকান ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার পক্ষ থেকে নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে নিঃস্ব মুদি দোকানদার আবুল কালামকে নতুন করে দোকান ঘর নির্মাণের জন্য গত ১১জুন বেলা ১২টায় প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন জামাতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম ও সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারকে ঢেউটিন প্রদান করেন উপজেলার নায়েবে আমির ডাঃ রেজাউল কবির খান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিম শেখ, উপজেলা জামাতে ইসলামীর ছাত্র ও যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, নৈহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রশিদ,তালিমপুর জামাতে ইসলামীর ইউনিট সভাপতি মোঃ মোক্তার হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতা- কর্মীবৃন্দ ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ