রূপসায় ঈদের দীর্ঘ ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

10 June 2025, 5:19:00

রূপসা প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও থেমে নেই রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায় ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী, আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জনসাধারণের সেবা নিশ্চিত করতে সারাদেশের মতো উপজেলার পাঁচটি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে আসা মা, শিশুসহ সাধারণ রোগীদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। এতে অনেকটাই খুশি এখানে আসা সেবা গ্রহীতারা।
গত ৮ জুন রবিবার দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী মিনারা খাতুন বলেন, শরীর অনেক অসুস্থ। ভালোভাবে চলাফেরা করতে পারছি না। সব জায়গায় ঈদের ছুটি চলছে। এর মধ্যেও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি চালু রয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়েছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবো।
আইচগাতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শকা লাকি খানম বলেন, এখানে রোগীদের চাপ রয়েছে। বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে। তাদেরকে সেবা দিতে পেরে খুব ভালো লাগছে।
রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাইদুর রহমান বলেন, দীর্ঘ ছুটিকালীন সময়ে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উপজেলার ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসব সেবাসহ জরুরি সেবা দেওয়া হচ্ছে। রোগীরা সেবা পেয়ে অনেক খুশি।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ