রূপান্তরের আয়োজনে ফুলতলায় মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়লগ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
বুধবার সকাল ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়ালগ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় সিটিসি ডায়লগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব রিনা মজুমদার।
আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মিতা মজুমদারের সঞ্চলনায় সভায় আশ্বাস প্রকল্পের কার্যক্রম ও ডায়লগ সভার উদ্দেশ্য সম্পর্কে মাল্টিমিডিয়ায় বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল।
সভায় উপজেলায় পাচার এর বর্তমান পরিস্থিতি, সারভাইভার এর অভিজ্ঞতা বিনিময়, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সারভাইভার সুরক্ষা বিষয়ক কার্যক্রমে সিটিসি’র অংগ্রহণ নিশ্চিতকরণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্ত মোঃ শাহিন আলম, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জেসমিন আরা, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, অফিসার ইনচার্জ মো: জেল্লাল, আনছার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, ইউপি চেয়ারম্যান আবুল বাসার, সাংবাদিক সামসুল আলম খোকন, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সরদার ইয়াসিন, আটরা গিলেতলা ইউপির প্যানেল চেয়ারম্যান এ এস এম রাসেল, নাগরিক নেতা বাবর আলী, নারী নেত্রী ঝুমুর, সিটিসি সদস্য প্রমি আক্তার লিজা প্রমুখ।
এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “আগুন পাখি” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

